২৫ মার্চ, ২০১১

ঢাকায় থাকি

দেশ থেকে ঘুইরা আসলাম.....এয়ারপোর্টএ ব্যাপক কাজ কাম চলতেছে দেখলাম ...নুতন টাইলস, আলোক-সজ্জা, ফুলের গাছে ডেকোরেশন ...দেইখাই মন্ডা ভালো হইয়া গেল ...দেরিতে হইলেও বিশ্বকাপের প্রস্তুতি নেয়া শুরু করছে ঢাকা ...

দিনাজপুর থিকা ঢাকায় আসার সময় বাস কাউন্টারে ঘন্টা খানেক অপেক্ষায় ছিলাম ..কাউন্টারের কোনায় একটা কালার টিভি ছিল...সময় সুজোগ বুইঝা টিভির রিমোট খান দখল নিয়া চ্যানেল ঘুরায়া দেশ টিভি দিলাম...খবর হইতেছে...শেয়ারে বিনিয়োগকারীদের ধৈরা পুলিশ বেধড়ক পিটাইতেছে..আর কোনো দেশে বিনিয়োগকারীদের পিটানো হয় কিনা জানা নাই... মাল মুহিত স্যাররে কথাডা জিগান দরকার...তেনার অনেক জ্ঞান...

তবে পুলিশের মাইর-পিটের খবর শেষ হইতেই একজন দাবি করলো...সে স্টার প্লাস দেখবে....বেশ মুরুব্বি লোক ...
আমি একটু বেয়াদপি কৈরাই রিমোট নিয়া বইসা থাকলাম..না শুনার  ভান ধইরা ...
কিছুক্ষণ বাদে আরেকজন কইলো...কি জানি একটা সিরিয়াল...এখন নাকি শুরু হইছে ..তাড়াতাড়ি সেই চ্যানেল দেন ..আমি রিমোট আগায়া দিয়া বললাম "আপনি চ্যানেল খুইজা দেখেন"...

সিরিয়াল শুরু হইলো...কিছুক্ষণের মধ্যে টিভির সামনে ভিড় একটু বাড়ল...সিরিয়ালটার মূল বিষয়ঃ কার জানি বিয়া হইতেছে...এর মধ্যে একই পরিবারের জনৈক কুটনা ও কুটনি চালবাজি কইরা বিয়াটা বন্ধ করার পায়তারা করতেছে...সিরিয়াল শেষ হওনের আগেই পাত্র পাত্রীরা এরপরের সিরিয়ালের হালকা একটা বিজ্ঞাপন দিয়া দিল...বাহ ...এই অভিনব বিজ্ঞাপনপন্থা দেইখা আমি টাসকি ...
একটা নাটক একজন লোক লেখে...তার ডায়ালগ সিকোয়েন্স সাজানো থাকে...এর মইধ্যে হুট কইরা যারা একটা বিজ্ঞাপনী সংলাপ ভইরা দিতে পারে...তাদের ব্যবসা সচেতনতা থাকলেও শিল্প সচেতনতা কতটুক আছে তা নিয়া আমার সন্দ হয়.

এইবার দেশে গিয়া আরেকটা অভিজ্ঞতা হৈছে রাস্তায় নাইমা... প্রথম কয়েকদিন কপাল গুনে গাড়ীওয়ালা বন্ধুদের কাছে লিফট পাইছি। কিন্তু একদিন আইজুদ্দিন আটকায়া পড়ল। ৯টার সময় খিলক্ষেত থিকা বাসের জন্য টিকিট কাইটা খাড়াইলাম। সাড়ে ৯টায় দেখালাম...আমার আশেপাশে একটা জন সমুদ্র তৈয়ার হোইছে...যা শুধুমাত্র উন্নত দেশে স্টেডিয়ামে দেখা যায়। আমার বাস আস্লো- চৈলাও গেল। লাইন হৈয়া গেল আকাবাকা। এরপরে আর কোন বাস থামলোই না। আমি বুঝলাম আজকাল দেশে সোজা আঙ্গুলে ঘি দূরের কথা, জ্যাম-জেলি কিছুই উঠে না। লাইন থুইয়া হাটা দিলাম। উত্তরাভিমুখে। ৩/৪ মিনিট পরে দেখলাম...আরো অনেকেই এইরম সামনে গিয়া খাড়ায়া আছে...ফুটপাতে মানুষ ভরা, তবে ভিড়টা পাতলা। আরো সামনে আগাইলাম। আগাইতে আগাইতে নিটোলের বিল্ডিং পর্যন্ত আইসা পড়লাম। এরপরে একটা বাস পাইলাম...কারে জানি নামাইতে একটু স্লো করছিল... হেল্পাররে একটা কুনি মাইরা উইঠা পড়লাম। ২ ঘন্টা পরে শাহবাগ। আহ! এই শহরের লোক গুলান কি ২ বছর পরের কোন চিন্তা মাথায় রাখে? জাপানের মত ভূমিকম্প (আল্লাহ না করুক) একটা ডান বাম দিয়া হোইলেও কি অবস্থা হৈব ভাইবা, পাব্লিকের লুঙ্গির গিট আলগা হোইয়া যাওয়া উচিত।

জাপান এখন