৯ নভে, ২০১১

খসড়া ঈদ আনন্দমেলা ২০১১

ঈদ আসছে তাই লোক হাসানো গুরু দায়িত্ব নিয়া অনেক টিভিতেই ভাড়দের প্রানান্ত চেষ্টা কর্তে দেখা যায়। চোখ বন্ধ করে বলতে পারি, এরা অধিকাংশই ব্যর্থ হবে। সারাবছর দেশের রাজনিতীবিদরা যে পরিমান বিনোদন দেন, পেপার-পত্রিকা বন্ধ থাকায় ঈদে সেই বিনোদন ধারা ব্যহত হয়। এতে দেশে ব্যাপক বিনোদন ঘাটতি দেখা যায়। দেশের বিনোদন ঘাটতি একটি বড় সমস্যা। এজন্য অনেকে ঈদে হিন্দী-ইংরাজী সিনেমার দিকে ঝুকে পড়েন। সরকার ও পিচ্ছল বুদ্ধিজীবিদের উচিত ব্যাপারটা গুরুত্ব নিয়া ভাবা।

এবছর দেশের সেরা বিনোদন দিয়েছেন গোলাম মওলা রনি। আমি কোন চ্যানেল মালিক হৈলে (শুঞ্ছি সঠিক চ্যানেল থাকলেই দেশে চ্যানেল মালিক হওয়া যায়)...ঈদের আনন্দমেলা টাইপ কোন অনুষ্ঠান উনারে দিয়া করাতাম। স্ট্যান্ডাপ শো অফ গোলাম ম. রনি। অনুষ্ঠানের পরে সারা দেশ হাস্তে হাস্তে শুয়ে পড়তো আর উনি দাড়ায়া থাকতেন। স্ট্যান্ডাপ যাকে বলে!

আগে সব আনন্দমেলায় কৌতুক অভিনেতারা একটা অংশ করতেন, যেমন টেলিসামাদ, কাজল। এখন আর এদের ভাত নাই। এরাও ব্যবসা গুটাইছে বা পরিবর্তন কর্ছে। কারন আবুলদের পারফরমেন্স দেখার পরে এইপেশায় থাকা বুদ্ধিমানের কাজ না।

দেশের সংগীতাঙ্গনেও স্থবীরতা আসছে। আগে রবী চৌধুরী, আসিফ- এরা হাত পা ছুড়ে গান গেয়ে এলবাম ছাড়তেন ঈদের আগে। এগুলাও বেশ বিনোদন ছিল। এখন সেই যায়গা দখল করছে কিছু মিউজিশিয়ান যারা সবাইকে ফিয়েচারিং করে। সাম-বডি ফিয়েচারিং এভ্রিবাডি (আনিলা ft. ফুয়াদ, মিলা ft. ফুয়াদ, তাহসান ft. ফুয়াদ)। বা, এভ্রিবাডি ফিয়েচারিং সাম-বাডি। এইরকম কিছু গান ঈদ আনন্দমেলায় থাকতে পারে। গানের পরে কুইজঃ এই গান্টি কোন কোন ইংরাজি গানের নকল। A. B. C. D. এসেমেস করূন ২১২১ নাম্বারে।

এক দমে দেশের সবগুলো জেলার নাম বলে ইতিপূর্বে অনেকে তাক লাগিয়ে দিয়েছেন। তাই এবার নতুনত্ব আনতে একদমে নিজের ১৪ গুষ্টির সবার নাম বলে তাক লাগিয়ে দিবেন আমাদের প্রধানমন্ত্রী। সাথে কাকে কোথায় কবর দেয়া হয়েছে- সেটাও বলে দিবেন চক্ষু বন্ধ করে। আমি এই অংশটুকু পরে ইউটিউবে আপ্লোড করবো। এতে ইউটিউব দেশে আবার ব্যান খাইলেও আমি আপ্লোড করবো। প্রবাসীদেরও বিনোদনের দরকার আছে।

গেইমশোতে খাওয়া-দাওয়ার একটা দারূন পর্ব থাকে, যেখানে সবাইকে খেতে দেয়া হয় ফল বা মিষ্টী। এবার নুতুন কিছু আনতে পারি আমরা। উপস্থিত দর্শকদের মধ্য থেকে "জিন্স-টিশার্ট পড়ুয়া তরূন প্রজন্মের" ৩জনকে স্টেজে আনা হবে। উল্লেখ্য, পাঞ্জাবি ছেড়ে জিন্স পড়ে যদি শামীম ওসমান আসেন উনাকে কোনভাবেই তরুন প্রজন্মের সাথে খেলায় অংশ নিতে দেয়া হবে না। কারন, তিনি সবকিছু "উল্টায়ে ফেলতে পারেন"। বা উল্টা দিক দিয়ে খাওয়া শুরু করতে পারেন। খাবার হিসাবে দেয়া হবে সীসা। বাদশাহী ভাব আছে।

ঈদে সংবাদের খুব অভাব। কারন সাংবাদিকরা ঈদে পালন করেন। তাই আনন্দমেলায় ফান-সংবাদ করা যেতে পারে। এটা করা হবে ১মাসের প্রথম আলোর কাটপিছ সংবাদ থেকে টূক্লিফাই এন্ড রিসাইকেল করে। যেমন- "বিন্দুর অনেক জ্বর", "মেয়েরা ছেলেদের কাছে যা চায়", "জামাইরা শ্যালিকাদের কাছে যা চায়", ইত্যাদি ইত্যাদি।

আনন্দমেলাইয় সামান্য টকশো করা যেতে পারে। টকশো করবেন মকসুদ সাহেব ও রনী। রনী কাহিনী বলবে, কেন মকসুদ সাহেব গরমের দিনে চাদর পড়ে ঘুরেন। তবেঁ অনুষ্ঠানের আগেই মকসুদ সাহেবকে জানায়ে দেয়া হবে, ভূলেও যেন "আনন্দমেলা করে ভুরুঙ্গুমারীর কি লাভ?" এজাতীয় কোন ক্রিটিকাল প্রশ্ন জাতিকে না করতে। ঈদের দিনে নো প্রশ্ন।

ফ্যাশন শো না থাকলে অপূর্ণ থেকে যায়। ঈদে খালেদা জিয়ার ১০০টি বাহারী শাড়ি ও তার সাথে ম্যাচিং করে পড়া ফ্যাশন সামগ্রীর বর্নণা দিবেন আইএস্পিয়ার ডিরেক্টর। তবে উনাকে স্মরণ করিয়ে দিতে হবে, এটি পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে দেখার মত একটি পারিবারিক অনুষ্ঠান- বিটিভির সংবাদ না। তাই, সবকিছু(!) এখানে দেখানো যাবে না।

অনুষ্ঠানের শেষের দিকে একটা ভালো গান থাকা লাগবে। ইভা রহমানের গান দেয়া যাইতে পারে। উনি খুব জনপ্রিয়।খুব। গানের শেষে এসেমেস থাকবে- গানটি বিশ্বের কয়টি দেশে চিত্রায়িত? A) 2 B) 4 C) 6 D) 14
এসেমেসের পয়সায় আগামী ২ ঈদের গরু কেনার খরচ উঠে আসবে।


ঈদ মোবারক। ছবিঃ ফ্লিকার Anil T M
Captured from a poster, electrical dept., monash
#এইটা ৯৮ তম ফেইসবুক নোট। ধানাই-পানাই করেও ১০০ করতে পারতেছি না। ব্লগস্পটে সব লেখা