১৩ মার্চ, ২০১০

তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?

হ। আমরা আর কিছু বুঝি না বুঝি, স্বাধীনতা বুঝি। অইটা নিয়া কুন কথা হইব না, এক বাক্যে স্যালুট দিতে হইবো জনক, ঘোষক, আহবায়কদের। সংসদে সব ভাষনের আগে ৫ মিনিট মুক্তিযুদ্ধের ঘোষক ও আহবায়কদের সালাম জানাইয়া বিবিধ-বিশেষন বর্ষন... তাআআরপরে দ্যাশের অন্যান্য বাতচিত। আর যুদ্ধাপরাধীতো ভোটের আগের খেলা, "ড়াজাকার" ডাক ছাড়তে ছাড়তে মুখের ছ্যাপ ছিটায়া বেড়াই মিছিলে স্লোগানে। ক্ষমতায় গিয়া বলি "মাসুম সরকার" "ফরেন প্রেসার" "এত কাজ!"... সময় হয় না... ধরি ধরি কইরাও ধরা হয় না। কেউ কেউ আবার যুদ্ধাপরাধীদের ঘাড়ে চইড়া ক্ষমতায় আসি—“নির্বাচনী কৌশল” বললেই দায় শেষ।

কিন্তু শহীদ মুক্তিযোদ্ধারা যেই দেশটা স্বাধীন কইরা রাইখা গেল... সেই দেশের স্বার্থ আপনি কতখানি দেখেন? কতটুকু বুঝেন বা বুঝতে চান?

বুঝতে চান না। কারন আপনার বিবেচনার দেয়ালে মোটা দাগ টানা আছে। তেল-গ্যাস ইস্যু? কোন কিছু না জাইনাই আপনি বইলা দিবেন "ওইটা বাম দলগুলার ইস্যু, ওরা সারা বছর ওইটা নিয়া ফালাফালি করতেই থাকব, সো কান দিয়া লাভ নাই"...টিপাইমুখ বাধ? ওইটা জামাতিগো ইস্যু..."ড়াজাকারের দল নতুন ভড়ং ধরছে"। এশিয়ান হাইওয়ে? "সাবমেরিন ক্যাবলের লাইন না নিয়া কি ভূল্টাই না করছিল বিএনপি, এইবার আর সেই ভূল করা যাবে না।এইটা সুবর্ণ সুযোগ"। আপনি এক্টুও চিন্তা করলেন না, সবগুলাই আসলে আপনার ইস্যু। কারন সব গুলাই বাংলাদেশের অস্তিত্বের ইস্যু।এই ইস্যুতেই নির্ধারিত হইতে যাইতেছেঃ আজ থেকে ১০ বছর পর দেশের কি অবস্থা হবে।

আজকে শুধু তেল-গ্যাস নিয়া একটু আলোচনা করবঃ

প্রোডাকশন শেয়ারিং কনট্রাক্ট(পিএসসি)-২০০৮ । এই চুক্তি হইল তেল গ্যাসের ভাগ বাটোয়ারার চুক্তি। মানে বাংলাদেশ কি পাবে, তেল গ্যাস উত্তোলনকারী কম্পানী কি পাবে সেইটা। ডিটেইলসে না গিয়া চুক্তির সামারী হইল, বাংলাদেশ বড়জোর (!) ২০ভাগ তেল গ্যাস পাবে। বাকিটা? বিদেশী কম্পানীরা।বাংলাদেশ কোন ভাবেই ২০% এর বেশী পাবে না,চুক্তিতেই তা পরিস্কার লেখা আছে(অনুচ্ছেদ ১৫.৫.৪, পেজ ৪০)। নিচের ছবিতে দেখেন(বড় ও স্পষ্ট দেখার জন্য পোষ্টের নিচের ছোট্ট ফডু্টাতে খুচান)।

তাইলে বাকি ৮০% থেকে আমাদের মুটামুটি আন্তর্জাতিক দরেই কিনা লাগবে। যাহোক, নিজের গ্যাস নিজে কিনা খাব। সেইটার পসিবিলিটিও নাই জনাব। কারন গ্যাস আনবেন ক্যাম্নে? পাইপে? পাইপ লাইন নির্মানের কাজটাও বিদেশি কম্পানির অধিকারে দেয়া হইছে।আবার পাইপ বসানর খরচটা আমাদের প্রাপ্য ২০% গ্যাস থিকা গ্যাসের দামে নিয়া রাখবে। কি বুঝলেন?(অনুচ্ছেদ ১৬)

আরো আছে, জ্বালানির বা পেট্রোলিয়ামের সংজ্ঞা মতে কঠিন-তরল-গ্যাস তিন কিসিমের বুঝাইলেও... বাটোয়ারার ক্ষেত্রে(অনুচ্ছেদ ১৫) শুধু গ্যাসের ভাগ বাটোয়ারার কথা বলা আছে।ফাঁকটা ধরতে পারছেন? তার মানে গ্যাসবাদে অন্যান্য পেট্রোলিয়াম (অশোধিত খনিজ তেল, অ্যাসফ্যাল্ট, ওজোকারাইট, বিটুমিন) পুরাটাই হাপিস করবে ইজারা প্রাপ্ত বিদেশী কম্পানী?!

বাংলাদেশের গ্যাস ব্যবহারের ক্ষমতা বিবেচনায় রাইখা গ্যাস উত্তোলনের সীমা নির্দিষ্ট করা হয় নাই। এরমানে আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশী মাত্রায় গ্যাস তুল্বে... জানা কথা... কারন ফরেন কম্পানী আসছে ব্যবসা করতে তেনারা “জাতির জনকের স্বপ্ন” বা “স্বাধীন তার ঘোষকের স্বপ্ন” পুরা করতে আসে নাই, ব্রেক ইভেন পয়েন্ট মিট করতে আসছে। ফলাফল, দ্রুত অতিরিক্ত গ্যাস তোলার জন্য পুরা গ্যাস উত্তোলনের আগেই প্রেসার কমে যাবে, মাটির কিছু গ্যাস মাটিতেই থাইকা যাবে।আর আমি আপনি লোডশেডিঙ্গে ঘামতে থাকব, বিদ্যুতকেন্দ্র ঘেরাও দিব।

আর পেট্রোবাংলা, বাপেক্স কবে কোনকালে সক্ষম হইবো। স্থলভাগের গ্যাস তুলায় তারা মুটামুটি সক্ষম। যদিও সবচুক্তি বিদেশী কম্পানীরাই করে। আর তাদের হয়ে ঠিকায় নানান কাজ কইরা দেয় বাপেক্স।লাভের ধান, টিয়ায় খায়। কবে আমাদের পেট্রোবাংলা মালয়শিয়ার পেট্রোনাস কিংবা নরওয়ের StatoilHydro এর মত হইতে পারব? আমাদের কোন প্লান আছে কি, নাকি আমাদের জাতির পিতা বা স্বাধীনতার ঘোষকের কোন প্লান ছিল? নাই। উনাদের আওলাদদেরও কোন প্লান নাই। এদের প্লান ৫ বছরের। ক্ষমতায় থাকলে প্লানঃ “যা পার লুইটা খাও।“ আর বিরোধীদলে থাকলে প্লানঃ “প্রথম ৩/৪ বছর প্রেস ব্রিফিং দিয়া যাও। শেষ বছরে আইসা হরতাল দিয়া মাঠ গরম কর।“ এরপর ইলেকশন! ইলেকশন! ইলেকশন! ফলাফল বরাবরের মতোই জনগন পরাজিত। বাংলাদেশ পরাজিত।

কথায় না, কাজে দেখতে চাই..স্বাধীনতার চেতনার স্বরূপ। যদি দেশের স্বার্থ জ্বলাঞ্জলী দিয়ে তেল-গ্যাস, হাইওয়ে, বন্দর সব ইজারা দেয়ার পরেও যদি তা "স্বাধীনতার স্বপক্ষশক্তির"(!?!) দম্ভ হয়। তাইলে আমার সেই স্বাধীনতার চেতনার দরকার নাই।



ছবিতে খিয়াল কইরা ভারত-মিয়ানমারের দাবিটা দেখেন... এক্কেবারে চ্যাগায়া খাড়ায়া দুইপাশ থিকা আমাদের সমুদ্রসীমা চিপ্পা দিতাছে। আর আমরা কি করতেছি? এখন পর্যন্ত দাবিটাই জানাই নাই। নীল লাইন বরাবর আমাদের সমুদ্রসীমা হবার কথা। হায় ...দাবিই নাই, কোথায় সমুদ্রসীমা, কোথায় তেল-গ্যাস।

সরকার ফেলার আন্দোলনতো অনেক করলেন... তেনারা গদি পাইছে, আমি-আপনি পাইছি আসাদের লাল শার্ট। এইবার সরকারের চরিত্র নির্ধারনের জন্য একটা ইস্যু ভিত্তিক আন্দোলন কইরা দেখেন। রাস্তায় নামতে বলতেছি না। শুধু নিজে জানেন আর অন্যকে জানান... যে যার জায়গা থেকে বলেনঃ ছিঃ

তথ্যসূত্রঃ
ডাউনলোড লিঙ্ক মডেল পিএসসি ২০০৮
পিএসসি-২০০৮: সহজ পাঠ:মোহাম্মদ গোলাম রাব্বানী
গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম: দিনমজুর
গ্যাস উৎপাদন কে করবে? দিনমজুর
সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? ভিন্ন চিন্তা

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): PSC 2008তেলগ্যাস ;
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

কোন মন্তব্য নেই: