২৬ আগ, ২০০৯

NO Engineering ONLY Football


মূল লেখকঃ নাঈম, ১১৪, আউল্লা, বুয়েট

আহসানুল্লাহ হল,বুয়েট, রুম #১১৪... ২০০৬ সালের ৯ই জুন আর ৯ই জুলাই এর মধ্যে যে কোনো দিন... সারারাত টিভি রুমে কাটায়ে আসছি..., দিন শুরু হইছে ১ টায়... ঘুম থেকে উঠে দেখি হেলাল অলরেডি হাজির... পিসির সামনে বইসা একটা excel spread sheet এ গত রাতের খেলার score বসাইতেছে... ব্রাস হাতে নিয়ে বারান্দায় দাড়াইলাম... ফ্রেডি কে দেখা যাচ্ছে.. বার্সার টি-শার্ট টা গায়ে... কান্ধে নামকা ওয়াস্তে ব্যগ একটা ঝুলানো... হাটতে হাটতে করিডোর দিয়ে রুমের দিকে আসতেছে... আমার এবং আমাদের বাকি দিনের কর্মসূচি এইরকম......

আলমের দোকানে নাসতা খাইতে খাইতে ...ফুটবল আড্ডা ... তারপরে রুমে এসে ...ফুটবল আড্ডা... চারটা বাজলে নজরুলের ডাকুয়া, তারেক, কি আ-উল্লার অনিক, তৌফিকের ডাকে মাঠের দিকে দৌড়... সন্ধ্যার সময় কুত্তার মত জিহবা বাইর করে রুমে প্রত্তাবর্তণ... আবারো আলম... টিউশনি তে গেলাম বা কল করে বললাম... "আজকে ভাইয়ার শরীরটা বেশি ভাল না..." তারপরে আবার খুচড়া আড্ডা দিতে না দিতেই... মহেন্দ্রক্ষণ উপস্থিত... নজরুলের টিভি রুমে গিয়ে বাজি গুলা ধরে ফেলতে হবে তাড়াতাড়ি... খেলা নজরুল বা আ-উল্লাহ... এক খানে দেখলেই হইল... তারপরে গভীর রাতে সব খেলা সরাসরি এবং পুনঃপ্রচার দেখে শেষ করে, রুমে ফিরে... কি আবার... ফুটবল আড্ডা...

এই যে এত আড্ডা... এর বিষয়বস্তু কি?... "তুমি আমার বালের খেলা বুঝ..."... "মেচেল... হুদাই কষ্ট করতাছস... ইতালী সেকেন্ড রাউন্ড-ই পার করতে পারবনা..."... "রেঞ্জারস" বাজির রেট বেশ defensive দিচ্ছে, লাভ-ই তো হইতেছেনা..."... "ফিগো হালায় শিউর ভায়াগ্রা খায়া নামছিলো কালকে... বুইড়ার কি দৌড়..."...

কিম্বা তারো আগে... বিশ্বকাপ দেখবো... পরীক্ষা দিবনা... পরীক্ষা পিছানো পার্টি আর এন্টি-পার্টির পাল্টা-পাল্টি মিছিল... শাহজাহানের নোটিশ আর উল্লাসের পাল্টা বিবৃতি... সংগ্রামে উত্তাল সময়... আমার রুমমেট প্রিন্স... কোনো কালে কোনো ইস্যুতে মিছিল তো দুরের কথা... লেভেল কম্পলিশনের মিছিল-ই করলোনা... অথচ বিশ্বকাপ আন্দোলন কামিয়াব করতে ফুটবল হাতে মিছিলে নাইমা গেল...

এটা শুধু এই একটা রুমের গল্প না... শের-এ বাংলা'র ৪০০৭, কি আউল্লাহ'র ৩১৯ কি সোহরাওয়ার্দী'র ৩০৪... মান্নানের দোকান থেকে নজরুলের কেন্টিন... "একদল no ইঞ্জিনীয়ারিং only ফুটবল" পোলাপানের পাগলা একটা সময়... অসাধারণ একটা মাস... আমাদের অনেকেরই জীবনের শ্রেষ্ঠ সময়...

সময়টা আর নাই... কিন্তু পাগলামিটা আছে... হলের টিভি রুম পাল্টায়ে হইছে justin.tv... আর কেন্টিনের জায়গায় আসছে goal.com...

এই গ্রুপটা বুয়েটের এর পাগলা ফুটবল ফ্যানাটিকদের জন্য... যা ইচ্ছা লেখ... আর্সেন ওয়েঙ্গার রে গালি দাও... বুইড়া ফার্গুসন রে গালি দাও... মেসীরে চুম্মা দাও... just it has to be about "THE BEAUTIFUL GAME"...

টু জয়েন আস ইন ফেসবুকঃ
খুচা দেন NO Engineering ONLY Football

৫ এপ্রি, ২০০৯

Banana Bangladesh 1


ভন্ড অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা তাদের পোষা পত্রিকায় যেভাবে হাবযাব মন্দা ম্যান্দা কইরা আইএমএফ এর কাছে ৬০-৮০হাজার কোটি টাকা ধার(যদিও মুখে কইছেন সাহায্য) নেয়াটারে সময়ের দাবি বানায়া ফেলাইতাছে-- তাতে মনে লয় ব্যানানা বাংলাদেশ হইতে আর বেশি দিন নাই।
প্রথম আলোর(পড়েন কালো) প্রথম পাতার একখান লেখা ... যে লেখায় নানান ভারি ভারি অর্থনীতির টার্মস দিয়া...সংখ্যা দিয়া ভইরা শওকত সাহেব বলতে চাইছেন--আমাদের কারো কোন দোষ নাই--কারো কোন হাত নাই--সারা দুনিয়ায় মন্দা শুরু হইছে, আমাদেরো হইতাছে। তাই হেরা যেমনে ট্রিলিয়ন ডলারের স্টিমুলাস প্ল্যান দিছে আমগো সেরকম দিতে হবে। ব্যবসায়ীরা টাকার গন্ধ পায়া আগেই ৬০০কোটি টাকা চাইছে। মাল মুহিত কইছে কিছুতো দেইতেই হবে...আহা! এই টাকা নাকি ঋন না, সাহায্য।হাহ। আইএমএফ কি একটা সাহায্য দাতা প্রতিষ্ঠান?ওয়েবসাইটে পরিস্কার লেখা আছে What IMF does? Surveillance, Lends, Technical Assistance. এর মানে উনারা ডলার এবং তা খরচ করার কিছু শর্তও দেন।উনাদের সাহায্য(!!ঋন) নিয়া, উনাদের শর্ত মাইনা, জামাইকার কি হইছে দেখেন গুগুল ভিডিওতে Life and Debt: Globalization and Jamaica কাউলা ভাইদের দুঃখ দেইখা চোখে পানি আটকায়া রাখা কঠিন

প্রশ্ন ১: কেউ কি বলবেন, কেমতে হাজার মাইল দূরে আমেরিকার গৃহায়ন খাতে ধস নামার পর সেইটা আমাদের দেশেও আইসা লাগ্লো?কেন আজকে ২মিলিয়ন আমেরিকান ঋনখেলাপি? কেন আমেরিকার সরকার আজকে ৩.২ট্রিলিয়ন ডলারের ঋনে ভারাক্রান্ত?ভিডিওটা অবশ্যি দেখবেন। US ECOMONOMY

আমেরিকান ডলার ছাপানোর ও মান নিয়ন্ত্রনের দায়িত্ব ফেডারেল রিসার্ভ ব্যাংকের যা একটা বেসরকারী ব্যাংক।হ ভাই। নামে ফেডারেল...কামে বেসরকারী...যেমন ফেডারেল এক্সপ্রেস(FedEx)। ৭ সদস্যের পরিচালনা কমিটির মাত্র ২ জন উএস প্রেসিডেন্টের মনোনায়নে নির্বাচিত হন, ১৪ বছরের জন্য(উএস প্রেসিডেন্টের মেয়াদ ৪বছর)।সেই দুই জনের নামও আসে ওয়াল স্টীট থেকে।বোঝেন অবস্তা। বাকিরা কারা? এরা সবাই ইন্টারন্যাশনাল ব্যাংক মালিকদের প্রতিনিধি। এরা এদের ইচ্ছা মতো ডলার ছাপায়---ভূল বললাম। ছাপায় না...বানায়। কারন সব ইলেক্ট্রনিক "ডিজিটাল" মানি।আমেরিকার মাত্র ৩% ডলার কাগুজে...।বাকি সব ক্রেডিট কার্ড, অনলাইল ব্যাংকিং--সব ব্লাফ মানি, কম্পিউটার ডিজিট। মাথা ঘুরাইতাছে? এটা দেখেন অব্যশি অবশ্যি দেখেন How they creates money out of nothing


মডার্ন মানি মেকানিক্সহইলো বেসিক মানি ক্রিয়াশন টেকনিক যা ব্যাংকাররা ব্যবহার করে "ফ্রাকশনাল রিসার্ভ ব্যাংকিং"সিস্টেমে।নাম দেইখাই বুঝতাছেন- ব্যাংক এর কাছে ১০টাকা থাকলে সে আপনারে ৯০টাকা লোন দিতে পারবে, সেই লোনের মাখন মানে সূদও খাইতে পারবে।কি আরাম! আপনার কাছে ১০লিটার দুধ থাকলে আপনি ৯০লিটার দুধের ক্রীম খাইতে পারবেন? পরিষ্কার লেখা আসে--
Who Creates Money?
Changes in the quantity of money may originate with actions of the Federal Reserve System (the central bank), depository institutions (principally commercial banks), or the public. The major control, however, rests with the central bank. এরমানে কমার্শিয়াল ব্যাংকারাই মানি/ডলার তৈয়ার করবেন! বাহ! এর ফলাফল দেখেন এই ছবিতে In debt we trust
এইভাবে বায়বীয় ডলার তৈরী করলে--সেটা চালাইবো কেমনে? সহজ। ঋন! সরকার ঋন নেয় ফেডারেল রিসার্ভের কাছে.....বিনিময়ে সরকার দেয় বন্ড--ফাকা প্রতিশ্রুতি, লায়াবিলিটি।আর আমাগো ঋন নিতে হইবো আইএম এফ থিকা।ডলার ফ্লো করলেই তা স্ট্রং হবে...আমরা হমু বান্দি(ঋনি)!

এবং বাংলাদেশ
বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক...যা আগে ছেল পাকিস্তান ব্যাংকের পূর্ব পাকিস্তান ব্রাঞ্চ।ওয়েবসাইট থিকা কোট করলাম--
১।Monetary Policy Statement 14 January 2009
Because the Bangladesh economy has not faced large capital outflows or credit crunch in the
ongoing global turmoil; there is no need for any blanket economy-wide stimulus.
২। NBR tax revenue collection during July-December, 2008 increased by 13.24 percent
৩। Gross foreign exchange reserves of the BB stood higher at US$5577.12 million as of end January, 2009
৪। average rate of inflation decreased to 8.90 percent in December, 2008

সবিতো ভাল। তাইলে সমস্যাটা কনে হইলো? আমরাতো ইরাক আফগানে যুদ্ধ করি নাই...তাইলে আমাগো ট্যাকা গেল কই?(পরবর্তী পুষ্টে বিস্তারিত হইবেক।)

আফসোসের কথা দেশের ও দুনিয়ার এমন খারাপ টাইমে যাদের কথা আমাগ শুনার কথা--ওইসব অর্থনীতিবিদরা এখন ব্যস্ত জঙ্গি প্রডাকশন রেট হিসাব নিয়া। দেশে নাকি এখন প্রতি বছর ১০লক্ষ জঙ্গি(অবশ্যি ইসলামিক) তৈরী হইবেক!আর ছিপিডি(ছেন্ট্রাল প্রপাগান্ডা ডিপো)তো আছেই ২ পায়ে খারায়া, আইএমএফ এর লোন নিয়া সারা জীবনের জন্য দেশটারে কয়েদ কইরা ফেলাইতে।আপ্নে বিয়া করার আগেই, আপনার অনাগত শিশু সহ বিক্রি হয়া যাচ্ছেন! সারা জীবন যা কাজ করবেন- সব তাদের জন্য- যারা আমাদের মূল্যবান অর্থ সাহায্য দিয়া ধইন্যো করবেক।আর বিএনপি আওয়ামী লীগ কাজিয়া নিয়া মাইত্তা থাকবেন।লাঠি বইঠা কাস্তে নিয়া একেওপরের উপরে ঝাপায়া পড়বেন।কিন্তু একটাও সফল সরকার পাবেন না।
এখন দেশ দখল করতে যুদ্ধ করা লাগে না...কয়েকটা ইকোনমিক হিটম্যান , একটা ছিপিডি, একটা প্রথম কালো আর একখান মাল (মুহিত)ই যথেষ্ট!

(চলিবেক)


১ মার্চ, ২০০৯

Conspiracy Theory-part 1


ভাই মন ভাল নাই...রাতে ঘুমানোর আগে যা ভাবতে ছিলাম...সকালে ঘুম থেকে উঠার পর তাই ভাবতেছি। গত ২ দিন শুধু পেপার নিউজ টিভি দেখলাম। আর শুনলাম গুজব...এর মধ্য থেকে সবচেয়ে খারাপ গুজব গুলা সত্য হইছে...যে গুলা আমাদের/আমার wildest imagination এর বাইরে ছিল।

আগেই ব লি, আমার এই লাইনে কোন পড়াশোনা নাই। কিছুটা দেখা শোনা আছে...। So আমার মতামত নিয়া মাথা ঘামানোর দরকার নাই। কোন comment ও প্রত্যাশা করি না।

Background: এইটা আমাদের usual দাবি আদায়ের রাস্তা না। this thing never happened before. Even BDR will never be befitted from dis....they knew that. that means তাদের intension দাবি আদায় ছিল না। intension ছিল গনহত্যা! That means they worked for some others benefit. So there must be a conspiracy theory.

আমাদের মনে প্রশ্ন কিল বিল করতেছে...

আমি conspiracy theory লিখতে গিয়া আটকায় গেছি যে সব প্রশ্নে...

1. NDTV কিভাবে ২৫ ফেব্রুয়ারীতে BDR Director-General Major-General Sakil Ahmed এর ডেডবডি দেখাইল। পরে তা ETV তেও বলা হয়। এখন পরযনত এই ছবি আমাদের কোন মিডিয়া দেখাইতে পারে নাই! কই পাইলো?
তারা আমাদের Army কে উস্কায়া দিতে চাইছিল? A complete chaos create করাই কি তাদের intension ছিলl? আমাদের Army তাদের তাদের ফাদে পা দেয় নাই। ধন্যবাদ আপনাদের।

2. কিভাবে NDTV ২৫ ফেব্রুয়ারীতে ১৪ জন মারা গেছে...এই নিউজ দিল...জখন দেশের সব অন লাইন নিউজ বলছে BDnews24.com - 1 jon
Daily star- 4 jon
পাঠক খেয়াল করেন-- সংখ্যাটা ১০-১৫ না, ১০-১২ না...একদম ১৪ জন।
3. BBC আমাদের এক সাবেক BDR প্রধানকে(Mr. Azizur) প্রশ্ন করলোঃ amader BDR ar Army er moidde Islamic fundamentalist group er lok ace kina...jara eita korte pare...(!!!??)
তারা ঘটনা এভাবে দেখাইতে চায়?! সাবেকBDR প্রধান অবশ্য Confidently question ta উরায়া dice..
তিনি আমাদের পররাষ্ট্র ম্নত্রীর মত দোনামনা করেন নাই। সাব্বাস!

আরো কিছু ফরেন চ্যানেলঃ ISI, JMB, জ়ামাত বইলা ধোয়া তুলতেছে...কাহিনী ঘটার ২৪ ঘন্টার মধ্যে?
Who come they know that? If they knew, who come DGFI did not noticed that?
তাদের জন্য যেটা বিশাস করান ভালো সেটা করতেছে তারা...আমরা একটা জঙ্গি রাষ্ট্র...এইটা সারা দুনিয়ায় প্রচার হইয়া গেছে।

4. সকল জিম্মি কেইস এর শুরুতেই যা দেখা হয়...তা হইল...জিম্মি কয় জন আছে...কেমন আছে...
so হিশাব শুরু হয় কয় জন ছিল..এটা দিয়া। এই হিসাবটা ছিল...সরকার...Army..সবার কাসে ছিল...
তাইলে কেন এদের সাথে negotiation এ কিছু না দেইখাই সাধারন ক্ষমা দেয়া হবে?...আর সেইটা দিতেই যদি হবে situation control করতে...তাইলে টিভি তে কেন? মুখে...বা মাইকে দিলেও তো বেপারটা অফিসিয়াল হইতো না...
Court Marshal করতেও আটকাইতো না। জবানের দামটাও থাকতো। ভবিষ্যতে যদি কোন crisis হয়( আল্লাহ না করুন) তাইলে এই জবানের দামটা কাজে লাগতো।

Negotiation যে কাজে দেয় নাই...তা প্রধান্মন্ত্রীর ভাষনেই clear. কারন ভাষনে তাকে threat দিতে হইছে... এই রকম অবসতথায়...আমাদের কোন প্রধান্মন্ত্রীর পড়তে হয় নাই...so এরচেয়ে বেশি কিছু আসা করা জায় না।

তবে যেটা আশাতীত...সেটা হলো আরমি RAB পুলিশ (All have friends and relatives in Army and arms in hand)...সবাই control এ ছিল। Bangladesh Army যেভাবে PM এর কথা শু্চছে...সবাই (specially ক্ষমতা বঞ্চিত আওয়ামী লীগ, ছাত্রলীগ) তার ২০% শুনলে...১ মাসেই লোকজন এমন হাপায়া উঠত না।

5. Sob cheye boro question hoilo "Who benefited""Who is loser"
In all sense all 3 parties involved a. Govt. b. Bangladesh Army c. BDR they all are losers.
Bcz, Army BDR dui pashei jibon gece- aro jabe...eder modde trust sesh hoice... eder work environment hobe aro kharap...tough..
So in total, Bangladesh is the loser. This genocide have created a deep hole inside our armed forces internal trust. We all are losers.
এখন আমরা যত Army vs. BDR চিল্লা ফাল্লা করে ২ ভাগ হব...আমরা তত হারব। আমরা যত vindictive হয়ে একে অপরকে দোষ দিব ... ততই ধংসের দিকে আগাব। আমাদের মধ্যে যে ঘ্রিনার বীজ ঢুকে গেছে...সেইটা বট গাছ হবে। আজকে আর লিখতে ভাল্লাগতেছে না। আবার তোরা মানুষ হ!
May Allah guide us.