২৬ আগ, ২০০৯

NO Engineering ONLY Football


মূল লেখকঃ নাঈম, ১১৪, আউল্লা, বুয়েট

আহসানুল্লাহ হল,বুয়েট, রুম #১১৪... ২০০৬ সালের ৯ই জুন আর ৯ই জুলাই এর মধ্যে যে কোনো দিন... সারারাত টিভি রুমে কাটায়ে আসছি..., দিন শুরু হইছে ১ টায়... ঘুম থেকে উঠে দেখি হেলাল অলরেডি হাজির... পিসির সামনে বইসা একটা excel spread sheet এ গত রাতের খেলার score বসাইতেছে... ব্রাস হাতে নিয়ে বারান্দায় দাড়াইলাম... ফ্রেডি কে দেখা যাচ্ছে.. বার্সার টি-শার্ট টা গায়ে... কান্ধে নামকা ওয়াস্তে ব্যগ একটা ঝুলানো... হাটতে হাটতে করিডোর দিয়ে রুমের দিকে আসতেছে... আমার এবং আমাদের বাকি দিনের কর্মসূচি এইরকম......

আলমের দোকানে নাসতা খাইতে খাইতে ...ফুটবল আড্ডা ... তারপরে রুমে এসে ...ফুটবল আড্ডা... চারটা বাজলে নজরুলের ডাকুয়া, তারেক, কি আ-উল্লার অনিক, তৌফিকের ডাকে মাঠের দিকে দৌড়... সন্ধ্যার সময় কুত্তার মত জিহবা বাইর করে রুমে প্রত্তাবর্তণ... আবারো আলম... টিউশনি তে গেলাম বা কল করে বললাম... "আজকে ভাইয়ার শরীরটা বেশি ভাল না..." তারপরে আবার খুচড়া আড্ডা দিতে না দিতেই... মহেন্দ্রক্ষণ উপস্থিত... নজরুলের টিভি রুমে গিয়ে বাজি গুলা ধরে ফেলতে হবে তাড়াতাড়ি... খেলা নজরুল বা আ-উল্লাহ... এক খানে দেখলেই হইল... তারপরে গভীর রাতে সব খেলা সরাসরি এবং পুনঃপ্রচার দেখে শেষ করে, রুমে ফিরে... কি আবার... ফুটবল আড্ডা...

এই যে এত আড্ডা... এর বিষয়বস্তু কি?... "তুমি আমার বালের খেলা বুঝ..."... "মেচেল... হুদাই কষ্ট করতাছস... ইতালী সেকেন্ড রাউন্ড-ই পার করতে পারবনা..."... "রেঞ্জারস" বাজির রেট বেশ defensive দিচ্ছে, লাভ-ই তো হইতেছেনা..."... "ফিগো হালায় শিউর ভায়াগ্রা খায়া নামছিলো কালকে... বুইড়ার কি দৌড়..."...

কিম্বা তারো আগে... বিশ্বকাপ দেখবো... পরীক্ষা দিবনা... পরীক্ষা পিছানো পার্টি আর এন্টি-পার্টির পাল্টা-পাল্টি মিছিল... শাহজাহানের নোটিশ আর উল্লাসের পাল্টা বিবৃতি... সংগ্রামে উত্তাল সময়... আমার রুমমেট প্রিন্স... কোনো কালে কোনো ইস্যুতে মিছিল তো দুরের কথা... লেভেল কম্পলিশনের মিছিল-ই করলোনা... অথচ বিশ্বকাপ আন্দোলন কামিয়াব করতে ফুটবল হাতে মিছিলে নাইমা গেল...

এটা শুধু এই একটা রুমের গল্প না... শের-এ বাংলা'র ৪০০৭, কি আউল্লাহ'র ৩১৯ কি সোহরাওয়ার্দী'র ৩০৪... মান্নানের দোকান থেকে নজরুলের কেন্টিন... "একদল no ইঞ্জিনীয়ারিং only ফুটবল" পোলাপানের পাগলা একটা সময়... অসাধারণ একটা মাস... আমাদের অনেকেরই জীবনের শ্রেষ্ঠ সময়...

সময়টা আর নাই... কিন্তু পাগলামিটা আছে... হলের টিভি রুম পাল্টায়ে হইছে justin.tv... আর কেন্টিনের জায়গায় আসছে goal.com...

এই গ্রুপটা বুয়েটের এর পাগলা ফুটবল ফ্যানাটিকদের জন্য... যা ইচ্ছা লেখ... আর্সেন ওয়েঙ্গার রে গালি দাও... বুইড়া ফার্গুসন রে গালি দাও... মেসীরে চুম্মা দাও... just it has to be about "THE BEAUTIFUL GAME"...

টু জয়েন আস ইন ফেসবুকঃ
খুচা দেন NO Engineering ONLY Football